Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৩:৪৭

উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর।

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ফরিদপুর পৌর এক নম্বার ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে শনিবার (২২ নভেম্বর) মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত দুস্কৃতিকারীদের অভিযুক্ত করা হয়েছে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আজম জানান, ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

এর আগে ফরিদপুর উপজেলা সদরের থানা পাড়া এলাকায় অবস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২ পর কোন এক সময় ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষন করা হয়। ককটেলের আঘাতে অফিসের দড়জা ভেঙ্গে গেলে ভেতরে ঢুকে ভাংচুর চালানো হয়। সকালে বিএনপির নেতা কর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর