Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৬:৩৮

কম্বল বিতরণ করছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার অলোয়া রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাত শতাধিক দরিদ্র ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, ‘আমরা মানুষের উপকারের মাধ্যমে তারেক রহমানের জন্মদিন উদযাপন করতে চেয়েছি। সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে পারাটা অত্যন্ত আনন্দের। আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। আমরা চাই, সমাজের সবাই একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিক।’

বিজ্ঞাপন

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কী?
২২ নভেম্বর ২০২৫ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর