Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১৭

মাওলানা আব্দুস সাত্তারের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি: সারাবাংলা

নীলফামারী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারীতে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার, খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো শোডাউনটি সড়কের দুই পাশে জনসমাগমেরও সৃষ্টি করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতের এ ধরনের উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

শোডাউন শেষে ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সাত্তার দাবি করেন, ‘এ এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে। জনগণের সাড়া প্রমাণ করে তারা আমাদের সঙ্গেই আছে।’

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে চাইলেও প্রচারের শুরু থেকেই বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীরা বাধার মুখে পড়ছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান বকুলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর