Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২২:১১

প্রতীকী ছবি।

বগুড়া: জেলার শেরপুরে ধানখেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের চোখ উপড়ে নেওয়া ও কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

জানা যায়, নুরুল ইসলাম তালুকদার গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিন দিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে ইমদাদুল হক শুক্রবার (২০ নভেম্বর) ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শনিবার সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ‘মরদেহের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল। আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
২২ নভেম্বর ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর