Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২৩:১৭

মহাখালীতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। লিংক রোডের খাজা টাওয়ারের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। চালক জানিয়েছে বাসের পেছনের অংশে আগুন লাগে। এরপরই তিনি বাস থামালে যাত্রীরা নেমে যায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর