চাঁপাইনবাবগঞ্জ: তারেক রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি দল বিদেশ থেকে দল পরিচালনা করছে। আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোনো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না। বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সঙ্গে বসেন। মানুষের সঙ্গে থেকে এ বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
শনিবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সমাবেশের আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। এসময় জামায়াতের ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নেই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে দল বিএনপি, সে দল এখন আর নেই। এখন সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এক বছরের ব্যাবধানের তারা দুইশ’র বেশি মানুষকে হত্যা করেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসেনর জামায়াতের প্রার্থী ও দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) আমির নূরুল ইসলাম বুলবুল। সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।