Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে চাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ০০:২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাপ।

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলায় নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে সানজিদা আক্তার সাথী ওরফে যুথী (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুথী চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা জুয়েল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, যুথী দুপুরে একই এলাকার নানা খাইরুল ইসলামের বাড়ির ছাদে উঠেছিলেন। নির্মাণাধীন একটি ঘরের একপাশের অস্থায়ী দেয়ালে ভর দিয়ে পাশের আমগাছের পাতা ছিঁড়তে গেলে হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, যুথীর বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর