Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে মুশফিকের সেঞ্চুরির জন্য অপেক্ষা করেনি বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ০৮:৪৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৫১

১০০তম ম্যাচে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পার করেছেন মুশফিক

নিজের শততম ম্যাচে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন তিনি। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও মুশফিক হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। মুশফিককে কেন জোড়া সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, এমন প্রশ্ন অনুমেয়ভাবেই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিনশেষে এর ব্যাখ্যাই দিলেন।

প্রথম ইনিংসে মুশফিক করেছিলেন ১০৬ রান। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি, সেই সময়ই ৫০৮ রানের লিড নিয়ে চতুর্থ দিনে লাঞ্চের পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকের তাই জোড়া সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়ে রিকি পন্টিংয়ের পাশে বসার সুযোগ হয়নি।

বিজ্ঞাপন

মোহাম্মদ আশরাফুল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের জয়ে চোখ রেখেই পেশাদার ভাবনা থেকে সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, ‘যেহেতু আসলে এটা একটা দলগত খেলা, ব্যক্তিগত খেলার চিন্তা প্রাধান্য এখানে থাকে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ব্যক্তিগতভাবে পারফরম্যান্স করলেই দলীয় পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে, আমাদের ইতোমধ্যে ৫০০ রান হয়ে গিয়েছে।’

ম্যাচ জয়ের জন্যই ওই মুহূর্তে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ, মানছেন আশরাফুল, ‘আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০ উইকেট নিতে আমাদের যে ওভারগুলো প্রয়োজন, ওটা এখনও আছে। চাইলে আরও এক ঘণ্টা ব্যাটিং করা যেত, কিন্তু তাতে বিষয়টা ঠিক মানানসই হতো না। স্পিরিট অব ক্রিকেট মাথায় রেখেই ম্যানেজমেন্ট ভেবেছে, মমিনুল যেহেতু কাছাকাছি ছিল (সেঞ্চুরির), তাকে সুযোগ দেওয়া যেতে পারে। দুর্ভাগ্য যে সে পারল না। আর সেই কারণেই খেলা আর বাড়ানো হয়নি।’

চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য আইরিশদের দরকার আরও ৩৩৩ রান।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর