Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১২:০৪

যুবদলের গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা।

বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া ৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে শহরের সাবগ্রাম হাট ও বন্দরসহ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট চান নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এ সময় তারা শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

বিজ্ঞাপন

পরে সাবগ্রাম বন্দরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এ সময় জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, আন্দোলনের বিগত ১৭ বছর একটি দল ব্যবসা-বাণিজ্য আর আয় উপার্জন নিয়ে ব্যস্ত থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে এসে তারা সাধারণ ভোটারদেরকে মিথ্যা প্রতিশ্রুতির জালে আবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন যা মেনে নেওয়া যায়না।

পথসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ অঞ্চল এই বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। বগুড়ার বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান, সিএনজি চালিত যানবাহন চালু, যানজটের ভোগান্তি এড়াতে দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণ, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা থেকে শুরু করে দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল নির্মাণসহ পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তবে বিগত সরকারের আমলে উন্নয়নের নামে বগুড়া বাসীর সামনে মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই জেলায় এখনো উন্নয়নের অনেক বাকি যার মাঝে উল্লেখযোগ্য পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহিদ চান্দু স্টেডিয়াম পুনর্নির্মাণ ও সংস্করণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্প অঞ্চল গড়ে তোলাসহ খানাখন্দ সড়ক মেরামতের পাশাপাশি প্রয়োজন আধুনিক ও সুপরিকল্পিত একটি নগরী যা
একমাত্র তারেক রহমানের মাধ্যমেই সম্ভব। কারণ তিনি এই বগুড়ার সন্তান। তারা বিশ্বাস করেন সদর আসনে তদের অভিভাবক তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন।’

গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে আতাউর রহমান সম্ভু, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান ও তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, রাশেদুল কবীর ও বাবুল প্রধান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর