নাটোর: জামায়াতে ইসলামীর নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর পক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরতলীর দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র্যালিটি শুরু হয়।
র্যালিটিতে প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেন বলে জানান নেতৃবৃন্দ।
র্যালিটি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) সংসদীয় আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে পুনরায় দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে র্যালিটি শেষ হবে। মোটরসাইকেল শোডাউনে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড স্টিকারসহ নানা রংয়ের ফেস্টুন দেখা যায়।
এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
অধ্যাপক ইউনুস আলী বলেন, এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে নাটোর শহরকে প্রতিষ্ঠিত করা হবে।
এ শোডাউনে প্রার্থীর সঙ্গে অংশ নেয় নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমির মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থানা আমির মাওলানা আব্দুর রব মৃধা, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।