নাটোর: নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে মনোনয়ন পেতে উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও এনসিপির মনোনয়ন প্রত্যাশীও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রত্যন্ত অঞ্চলে রাত-দিন ছুটে বেড়াচ্ছেন।
উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে দোয়া এবং ভোট প্রার্থনা করছেন। প্রচারণা চালিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানানও দিচ্ছেন তারা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার সুকাশ ইউনিয়নের ছিলামপুর এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ। ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক এম এ হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক প্রমুখ।
অপরদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রামানন্দ খাজুরা ইউনিয়নের থাওইল স্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।
রামানন্দ খাজুরা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা বেগমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল।
নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীও উঠান বৈঠক করেছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ প্রমুখ।
শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সুকাশ ইউনিয়নের জয়কুড়ি স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব, রাজশাহী নিউ ডিগ্রী গভমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু। তিনি এ আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী। প্রভাষক আলী হাসানের সঞ্চালনায় এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।