Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সাইনবোর্ডে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৪:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৫:১৬

আগুনে ক্ষতিগ্রস্থ গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সাইনবোর্ড। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে শহরের পিটিআই সড়কের গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

ব্যাংকের কর্মচারী বিপ্লব সাহা জানান, দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (২৩ নভেম্বর) সকালে অফিসে এসে তিনি দেখতে পান ভবনের বাইরের দেওয়ালে ঝোলানো সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। তবে এতে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, কারা এই আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই দিনের ব্যবধানে ব্যাংকটির ওপর দ্বিতীয়বারের মতো এমন হামলার ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর