Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৪:৪৫

নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন আলম প্রামানিক (৪৩) নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার ধুনট-সোনামূখী সড়কের পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

জানা যায়, ধুনটে যমুনা নদী থেকে বালু বোঝাই দুটি ট্রাক কাজিপুর থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। একই সময় কাজিপুরের সোনামুখী থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ধুনট শহরের দিকে যাচ্ছিল। একই দিক থেকে আসা দুটি ট্রাক ও একটি অটোরিকশা ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে পৌঁছে। এ সময় চলন্ত দুটি ট্রাকের মাঝখানে যাত্রীবাহী অটোরিকশা চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহীন আলম প্রামানিকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করলেও অপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্ত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর