সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম জামাল উদ্দিন। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মরম আলীর (হুনা মিয়া) ছেলে।
কানাইঘাট সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ লোভাছড়া সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে লাশ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত জামাল উদ্দিনসহ আরও কয়েকজন যুবক বাগানের সুপারি চুরির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করেন। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে জামাল উদ্দিন নিহত হন।
লোভাছড়া বিজিবি সদস্য মুজিবুর রহমান জানান, বাংলাদেশের ভেতরে এক যুবক মারা গেছেন। তবে, তিনি নিশ্চিত নন যে এই মৃত্যু খাসিয়াদের গুলিতে হয়েছে।
নিহত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।