Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৩

প্রতীকী ছবি।

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব মোল্লা ওরফে বাবু (৩৮)। তিনি একটি মিনি ট্রাকে করে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানি থানার সাব-ইন্সপেক্টর সুমন মুন্সী ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাকে আটক করেন। এসময় ট্রাকের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি থানার ওসি মো. আহসান কবির জানান, ‘আটক হওয়া মাহবুব মোল্লা ওরফে বাবু পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর