Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ জবাব দেবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৬:০৮

গণমাধ্যমে কথা বলছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সারাবাংলা

পাবনা: ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল যদি যাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে তাহলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলো থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল পুরোনো সন্ত্রাসী বন্দবস্ত কর্মকাণ্ডের দিকে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ধর্য্য ধারণ করছি, কিন্তু তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকেই সেভাবেই জবাব দেবে।’

বিজ্ঞাপন

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন ও ইসলামী বইসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ছাত্রশিবির!

সারাবাংলা/জিজি