Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা ভাঙবে এনসিপি : তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৬:২১

বক্তব্য দিচ্ছেন এনসিপির সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে শুধুমাত্র গডফাদার, সন্ত্রাসী ও চাঁদাবাজরা এমপি হয়ে থাকেন—এমন ধারণা তারা ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, সৎ ও যোগ্য মানুষকেই রাজনীতিতে এনে দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কাজ করানোই তাদের লক্ষ্য।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এনসিপি মনোনয়ন প্রক্রিয়ায় নতুন ধারা শুরু করেছে। দেশব্যাপী যেকেউ অনলাইন বা অফলাইনে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারছেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার মানুষ ইতিমধ্যেই ফরম সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা চাই রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি চালু হোক। পুরোনো রাজনীতি নয়, নতুন প্রজন্মের, দায়িত্বশীল এবং যোগ্য মানুষকেই নেতৃত্বের দিকে নিয়ে আসা হবে।’

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর