কুমিল্লা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী দেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি নিয়েছে এবং সরকারও একটি সুন্দর নির্বাচন উপহার দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন আয়োজিত ইমাম–খতীব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মপরিবেশ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সরকার ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করেছে। যারা ধর্মীয় দায়িত্ব পালন করে সমাজে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন, তাদের পাশে সরকার সবসময় রয়েছে।
ধর্ম উপদেষ্টা জানান, দেশের সব মডেল মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হবে, যাতে তারা কোনো বৈষম্যের শিকার হলে আইনগত সহায়তা বা সুরক্ষা পেতে পারেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।