Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৯:০৯

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, ‘শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিলেন। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করানো হয়েছিল। বিদ্যুৎ, ইন্টারনেট ও পানির সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন কেউ কোনো প্রশ্ন তোলেনি।’

ফারুক বলেন, ‘খালেদা জিয়া বা তারেক রহমান কখনো মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।’

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, তা কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, অনতিবিলম্বে তাকে ফেরত দিতে হবে।’

ফারুক বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেখানে সব রাজনৈতিক বিরোধ ভুলে গিয়ে, তারেক রহমান যা বলবেন তা মেনে চলা উচিত। দেশের ফ্যাসিস্টমুক্ত হওয়া নিশ্চিত করা হবে প্রধান লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

বিশ্বকাপ এখন বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর