চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লালিয়ারহাটের মিস্ত্রিঘাটা এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইফতেখার হাসান রাহাত (৩০) ও মাহমুদুল হাসান আবিদ (৩৬)। তারা হাটহাজারী পৌরসভার চানগাজী চৌধুরী বাড়ির বাসিন্দা। সম্পর্কে দুজন চাচা-ভাতিজা বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশের রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উল্লাহ সারাবাংলাকে জানান, নিহত দু’জন সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। তাদের অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে ইফতেখার হাসান ঘটনাস্থলেই মারা যান। আর মাহমুদুল হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত চলে যায়। সকালে রাস্তায় লোকজন তেমন না থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।