Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাসকদের অদক্ষতায় একটি শহরও পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৪০

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, শাসকদের অদক্ষতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে দেশের একটি শহরও পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি।

রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারের নানা সংস্থা রয়েছে যাদের কাজ-ই হলো নগর-শহরকে পরিকল্পনামাফিক নিরাপদ করে গড়ে তোলা। এর দায় অতীতে রাষ্ট্র পরিচালনাকারী সকলকেই নিতেই হবে।

চরমোনাই পীর বলেন, জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশ পরিকল্পনা, প্রযুক্তি ও শৃঙ্খলার কারণে ভূমিকম্প থেকে নিরাপদ। আর অপরিকল্পিত নগরায়ণের কারণে আমাদের নিরাপদ রাজধানী আজ ভূমিকম্পে ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিক ভূমিকম্প নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করেছে। মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের দায় রাষ্ট্রকেই বহন করতে হবে।

বিজ্ঞাপন

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আল্লাহর রহমত ছাড়া বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সেজন্য তওবা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর