Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৯:০২

উদ্ধার হওয়া নবজাতক। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে দুই শিক্ষার্থী। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে নয়মাইল জামালপুর এলাকায় শিশুটিকে দেখতে পান তারা।

উদ্ধারকারী শিক্ষার্থী শেরপুর মহিপুর এলাকার মো. তানভীর জানান, শনিবার রাত ১০টার দিকে জামালপুর এলাকায় মোটরসাইকেল চালানোর সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘাসের ভেতরে যান। সেখানে কাপড়ে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয়। পরে দেখেন কাপড়ের ভেতরে একটি শিশু রয়েছে। প্রথমে তিনি শিশুটিকে মৃত ভেবে ভয় পান। এসময় তিনি তার সঙ্গে থাকা শিক্ষার্থী হামিমকে ডাকেন। এসময় তারা রাস্তা দিয়ে যাওয়া সিএনজি থামিয়ে স্থানীয় লোকজনকেও ডাকেন। পরে শিশুটিকে কোলে তোলার সঙ্গে সঙ্গেই কান্নার শব্দ শুনে বুঝতে পারেন নবজাতকটি জীবিত। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন।

বিজ্ঞাপন

শজিমেক হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল স্টাফ আল-আমিন জানান, নবজাতকটি ছেলে এবং তার বয়স আনুমানিক একদিনের মত হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির অবস্থার খোঁজখবর নিয়েছে। কে বা কারা লোকচক্ষুর অন্তরালে নবজাতককে ফেলে রেখে গেছে। কোনো ব্যক্তি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আরো

সম্পর্কিত খবর