Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে এবি পার্টির মতবিনিময়

লোকাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৯:৩০

আউতগাড়ি গুচ্ছগ্রামে এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক। ছবি: সারাবাংলা

হিলি: দিনাজপুর-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের সমর্থনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আউতগাড়ি গুচ্ছগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় আসন্ন নির্বাচনে ‘ঈগল’ প্রতীকের জন্য প্রার্থীর পক্ষে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের কাছে ভোট ও সমর্থন চান ব্যারিস্টার সানী আব্দুল হক।

রোববার (২৩ নভেম্বর) এবি পার্টির নেতারা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আউতগাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দাদের সঙ্গে তাদের দৈনন্দিন সমস্যা এবং জীবনমান উন্নয়নের প্রতিকার নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নেতারা তাদের বক্তব্যে ভবিষ্যতে এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নতিতে এবি পার্টির সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো তুলে ধরেন। দলের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় অধিবাসীরা আগামী নির্বাচনে ঈগল মার্কার পক্ষে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এসময়ে উপস্থিত ছিলেন এবি পার্টির দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক, নবাবগঞ্জ উপজেলা সহকারী সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর