Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় থেকে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ২০:৩৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:৪১

আটক ব্যক্তিরা বিজিবির হেফাজতে রয়েছেন। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মংজয়পাড়া সীমান্তের পাহাড় থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্য এবং এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি।

আটকদের মধ্যে চারজন নিজেকে মিয়ানমার বিজিবির সদস্য এবং একজন সেনাবাহিনীর সদস্য বলে দাবি করছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১২টায় বান্দরবানের বাংলাদেশ ভূখণ্ডের পাহাড়ি এলাকায় মংজয় পাড়ায় ঘোরাফেরা করার সময় কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো: মহিউদ্দিন।

রোববার বিকেলে মুঠোফোনে সেক্টর কমান্ডার কর্নেল মো: মহিউদ্দিন জানান, সীমান্তে মংজয় পাড়া এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আটক যুবকদের নাম ঠিকানাসহ বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল আরও জানান, আটক ব্যক্তিরা বিজিবির হেফাজতে রয়েছেন এবং এই ঘটনা লিখিতভাবে উপস্থাপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর