ঢাকা: চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের সাবেক এমপি ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্যকে দলের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শনিবার (২২ নভেম্বর) দেওয়া ওই বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড়ের পর রোববার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে দল জানায়—এটি তার একান্ত ব্যক্তিগত মত, এটি দলের কোনো বক্তব্য নয়।
জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান বলেন, ‘বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই তার বক্তব্য। এটার ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রশাসন সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। অতীতে যারা পেশাদারিত্ব দেখাতে ব্যর্থ হয়েছেন, তারাই দেশের ক্ষতি করেছেন।’
প্রসঙ্গত, শনিবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমন্বয়ে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
সেখানে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়া আসনের জামায়াত প্রার্থী এবং দলটির প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে, প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। পুলিশকে, ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। প্রশাসনকে আমাদের কথায় উঠতে, বসতে হবে, মামলা দায়ের করবে, গ্রেফতার করবে।’ দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওসি সাহেব সকালে আপনার প্রোগ্রাম জেনে নেবেন এবং প্রটোকল দেবেন।’