বয়স তার ৪০ ছুঁইছুঁই। এই বয়সেও অবশ্য ক্লাব ও জাতীয় দলের হয়ে সমান তালেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। আজ ইন্টার মায়ামির জার্সিতে দেখা গেল সেই চিরচেনা ভয়ংকর মেসিকেই। নিজে গোল করলেন, করালেনও তিনটি। মেসিময় এক ম্যাচে সিনসিনাটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইস্টার্ন কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি।
ঘরের মাঠে ১৮ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। সিলভেত্তির ক্রসে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেসির দল।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মেসির দারুণ এক অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সিলভেত্তি। ৬২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় অ্যাসিস্ট করেন মেসি। এবার গোল পেয়েছেন আলেন্দে।
৭৩ মিনিটে কিপারকে একা পেয়েও নিজের দ্বিতীয় গোল করতে পারেননি মেসি। ৭৪ মিনিটে মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে দলের চতুর্থ গোল আসে আলেন্দের পা থেকে।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই ইস্টার্ন কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছে গেল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউ ইয়র্ক সিটির মধ্যকার সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ম্যাচের বিজয়ীর বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মেসির মায়ামি।