Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১০:০৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৪০

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার (২৪ নভেম্বর) দুই দিনের বাংলাদেশ সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমনার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে বিমানবন্দরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রার আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে তাকে একটি স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা এবং অন্যটি ইন্টারনেট সংযোগে দুই দেশ দুটি সমঝোতা স্মারক সই করেছে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক আলোচনাসহ একাধিক অনুষ্ঠানেও যোগ দেন।

বিজ্ঞাপন

তার সফরসূচীতে উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর