Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১১:২৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সর্বশেষ সূচকে আবারও বায়ুদূষণে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। একমাত্র ভারতের রাজধানী নয়াদিল্লি ঢাকার আগে রয়েছে, যার বায়ুমান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছে গেছে।

সকালে ঢাকার বায়ুর মান (একিউআই) রেকর্ড করা হয়েছে ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০-এর বেশি হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, নয়াদিল্লির একিউআই রেকর্ড হয়েছে ৪০৫, যা ৩০০-এর বেশি হওয়ায় ‘দুর্যোগপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে।

আইকিউএয়ার তাদের লাইভ সূচকের মাধ্যমে বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুদূষণের চিত্র তুলে ধরছে, যা নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হতে সহায়তা করছে।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় রয়েছে দিল্লি, ভারত: ৪১৮ একিউআই (বিপজ্জনক) ঢাকা, বাংলাদেশ: ২২০ একিউআই (খুব অস্বাস্থ্যকর), কলকাতা, ভারত: ২১৭ একিউআই (খুব অস্বাস্থ্যকর), লাহোর, পাকিস্তান: ২০৩ একিউআই (খুব অস্বাস্থ্যকর),করাচি, পাকিস্তান: ২০০ একিউআই (অস্বাস্থ্যকর)।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা ধারাবাহিকভাবে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের বাইরে বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে পিএম ২.৫—অতি সূক্ষ্ম কণা যা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়তে পারে। এতে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং হৃদরোগসহ নানা শ্বাসযন্ত্র ও হৃদযন্ত্রের জটিলতা তৈরির ঝুঁকি বাড়ে।

বায়ুদূষণের এমন বিপজ্জনক মাত্রা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বিশেষজ্ঞরা জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নাগরিকদের ব্যক্তিগত সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
২৪ নভেম্বর ২০২৫ ১১:২৬

আরো

সম্পর্কিত খবর