ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত রয়েছেন তিন নির্বাচন কমিশনার, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও ডাক বিভাগের কারিগরি দল থেকে ১৮-২০ জন প্রতিনিধি সরাসরি বৈঠকে অংশ নিয়েছেন। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সার্কেল ও জেলা পর্যায়ের মনোনীত ১৫০-১৬০ জন কর্মকর্তা।
বৈঠকে মূলত প্রবাসে অবস্থানরত ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকা থেকে দূরে কর্মরত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার প্রযুক্তিগত ও বাস্তবধর্মী দিকগুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।
প্রবাসী ব্যালট বিষয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠকে ইসি
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৭
২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৭
সারাবাংলা/এনএল/এনজে