Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১২:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৫

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহীন (২৩) নামের এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে।

রোববার দিবাগত রাত দুইটার দিকে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মোস্তফার ছেলে। আহত তিনজন একই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নগরকান্দা উপজেলার শ্রিংগাল গ্রামের জাকির মাতব্বরের ছেলে পারভেজ (১৮), মশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন (২৫), গজগাহ গ্রামের পিরা সরকারের ছেলে এনামুল (২৫)।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত দুইটার দিকে নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নের দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তায় বেশ কয়েকজন লোক হাঁটাচলাকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের পরিচয় জিজ্ঞাসা করে এবং চোর চোর বলে ডাক চিৎকার দেয়। এ সময় দুই গ্রামের লোক তাদেরকে ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। বাকী ৪ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, গুরুতর আহত সুমন শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে পুলিশ হেফাজতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর