Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। কয়েকটি এলাকায় হাজারো মোটরসাইকেল শোভাযাত্রার সময় কয়েকটি দুর্ঘটনার পর দলের আমির এ নিষেধাজ্ঞা দিলেন।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের জামায়াত নেতা কামরুল হাসান সারাবাংলাকে এ তথ্য জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বরাত দিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালির কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের পেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে গত বেশ কিছুদিন যাবত জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্তদের বিভিন্ন জেলায় শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছে। এমনকি ঢাকা শহরের বিভিন্ন আসনেও প্রায়ই মোটরসাইকেল শোভাযাত্রা, ঘোরার গাড়ি নিয়ে শোভাযাত্রা করতে দেখা গেছে। এতে রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়ে জনগণের চলাচলে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এসিআই মটরসে কাজের সুযোগ
২৪ নভেম্বর ২০২৫ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর