Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৩:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এজন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।

সোমবার (২৪ ন‌ভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আন্তঃলেনদেন প্লাটফর্ম প্রতিষ্ঠায় ‘গেটস ফাউন্ডেশন’-এর মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই করা হয়। চুক্তির আওতায় মোজোলুপ-এর এই প্লাটফর্মের নাম হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইএসপি)।

বিজ্ঞাপন

গভর্নর বলেন, আগামী ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় ক্যাশ-আউটের প্রয়োজনীয়তা থাকবে না।