Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে সহায়তা করবে নৌবাহিনী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৪:১৬

বক্তব্য দিচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে সহায়তা করবে নৌবাহিনী। তিনি বলেন, নাবিকরা কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের মধ্যেই সিমাবদ্ধ নয়, দেশের যেকোনো সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়াস্থ বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণে মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয় সোমবার। কুচকাওয়াজ শেষে নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবীন নাবিক রিজান মোল্যা সর্বোচ্চ উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন। মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। এই অনুষ্ঠানে ৪১৭ জন নবীন নাবিক কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির ভাষণে স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের ত্যাগ স্মরণ করা হয়। তিনি নবীন নাবিকদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় দেশের সেবায় ও নৌবাহিনীর পেশাগত দায়িত্বে যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, নাবিকদের দায়িত্ব শুধুমাত্র সামরিক কার্যক্রম নয়, সংকটময় সময়ে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায়ও অবদান রাখতে হবে।

নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। কুচকাওয়াজে নৌবাহিনী সদর দফতরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর