ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম শুরু করায় সাময়িকভাবে বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এখন সংসদ নির্বাচনের ভোটার তালিকার কাজ চলছে। এই অবস্থায় কারো এনআইডি সংশোধন হয়ে গেল, ভোটার তালিকায় এবং হাতে থাকা এনআইডিতে দুই রকম তথ্য হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না। তাই, ভোটার তালিকা চুড়ান্ত হওয়া পর্যন্ত সংশোধন, স্থানান্তর বন্ধ থাকবে।
এছাড়াও তিনি আরো জানান, সংশোধন না হলেও যে কেউ চাইলে আবেদন করতে পারবে। সংশোধনের কার্যক্রম চলবে। যেমন আবেদন নেওয়া, শুনানি ইত্যাদি। কেবল সংশোধন হবে না।
আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।
আখতার আহমেদ বলেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।