Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৬:২৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৯

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন জরুরি—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করে বলেন, দেশে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুধু সরকারের পক্ষ থেকেই হয়নি, বরং ‘অনেক সাংবাদিক নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে গেছেন’, যার ফলে সাংবাদিক সমাজ বিভক্ত হয়ে পড়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সভায় সম্প্রচার খাতের স্বাধীনতা, কাঠামোগত সংস্কার এবং গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়া সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয়।

বিজ্ঞাপন

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সবকিছুই নির্ভর করে রাষ্ট্রকাঠামো কেমন আছে তার ওপর। সংস্কার হৃদয়ে ধারণ না করলে শুধু আইন পরিবর্তন বা নতুন প্রতিষ্ঠান গড়ে কোনো বাস্তব পরিবর্তন আসবে না।’

তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে সমর্থন দিতে গণমাধ্যমের একটি অংশ স্বেচ্ছায় এগিয়ে এসেছিল। তার ভাষায়—‘একসময় সাংবাদিক সমাজ বিভক্ত হয়েছিল এবং কেউ কেউ রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে পড়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে এ কারণে পুরো পেশাটাই আঘাত পেয়েছে।’

ফখরুল বলেন, জনগণের ভোটে দায়িত্ব পেলে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার জন্য ‘ইতিবাচক, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদি’ পরিকল্পনা গ্রহণ করবে। তিনি তাদের দলীয় ৩১ দফা রূপরেখায় স্বাধীন প্রেস কমিশন গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এক সময় সংবাদপত্র বন্ধ করে দিয়ে গণমাধ্যমকে কব্জায় আনা হয়েছিল। পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করেছিলেন—সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

মতবিনিময়ে অন্যান্য বক্তারা বলেন, একটি দেশ যত বেশি স্বৈরাচারী কাঠামো থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়, তত বেশি স্বাধীন সম্প্রচারখাত অপরিহার্য হয়ে ওঠে। বিচ্ছিন্ন কোনো উদ্যোগে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না—প্রয়োজন রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি সব স্তরে সমন্বিত রূপান্তর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর