Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৭:৫৩

বক্তব্য দিচ্ছেন টাঙ্গাইলের জলা প্রশাসক শরীফা হক। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে মন্ত্রী পরিষদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

এসময় তিনি, তথ্য অধিকার ২০০৯ এর ব্যাপারে স্বচ্ছ জবাবদিহি নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদানে সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

টাঙ্গাইলের জলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন-মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড.মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

কর্মশালায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু ,এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ সরকারি বেসরকারি ও এনজিও বিষয়ক ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

‘আকাশের যত তারা, আইনের তত ধারা’
২৪ নভেম্বর ২০২৫ ১৭:৪২

আরো

সম্পর্কিত খবর