Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল নেতা নুরু খুনের মামলায় রিমান্ডে ফজলে করিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৯

সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রদলের সাবেক নেতা নুরুল আলম নুরু খুনের মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. ইব্রাহীম খলিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পরিদর্শক (মেট্রো) নাছির উদ্দিন রাসেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কেশব চক্রবর্তী সারাবাংলাকে জানান, মামলার তদন্ত কর্মকর্তার পাঁচদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেছেন। শুনানির সময় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফজলে করিম।

বিজ্ঞাপন

নুরুল আলম নুরু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে।

২০১৭ সালের ২৯ মার্চ রাতে নগরীর চন্দনপুরার বাসা থেকে নুরুকে তুলে নেওয়ার পরদিন রাউজানের বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট কর্ণফুলী নদীর তীর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নগরীর চকবাজার থানায় নিহতের স্ত্রী সুমি আক্তার মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে প্রধান করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান থানার তখনকার এসআই শেখ মুহাম্মদ জাবেদের নেতৃত্বে আসামিরা নুরুকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্মমভাবে খুন করে লাশ নদীর তীরে ফেলে গিয়েছিল।

উল্লেখ্য, এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালানোর পথে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর