Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাবি করেস্পন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক্সটেনশনের দোকানে আগুন। ছবি: সারাবাংলা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনে হলের এক্সটেনশনের দোকানে এ আগুন লাগে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, হলের এক্সটেনশনে একটি দোকানের সিলিন্ডারের গ্যাস লাইন চেঞ্জ করতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে। তারা জানান, হল দোকানে প্রায় পাঁচ-ছয়টি সিলিন্ডার ছিল। একটি সিলেন্ডার লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত চলে আসায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

দোকানদার জানিয়েছেন , তার দোকানে প্রায় ৩ লাখ টাকার মালামাল আছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। ‌সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হল দোকানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৫

জানি সে আসবে না আর...
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর