Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল স্টেশনে ৮ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৭

গাঁজাসহ আটক দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই (নারী ও পুরুষ) মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, সম্প্রতি প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন তারা। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছিল বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর