ঢাকা: পরিশোধিত জ্বালানি তেল, চাল ও সার আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২১ কোটি টাকা। এর বাইরে সভায় রাষ্ট্রায়ত্ত ৭টি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ হার পুনঃনির্ধারণ সংক্রান্ত ৭টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে আগামী ২০২৬ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির মোট ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা।
বৈঠকে দুটি পৃথক প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির আওতায় মোট ৭৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। এর মধ্যে সৌদি আরব-এর সাবিক অ্যাগ্রো নিউট্রিশন কোম্পানি থেকে ১০ম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা।
অপর প্রস্তাবে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিন্টর্গ) থেকে ৭ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা।
বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় উৎসের এ চাল সরবরাহ করবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স এ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।
অন্যান্যের মধ্যে বৈঠকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় পূর্ত কাজ সম্পাদনে দুটি দুটি পৃথক প্যাকেজের ঠিকাদার নিয়োগের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি কাজই পেয়েছে ‘এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এর মধ্যে প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-১ (ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণে ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা।
প্যাকেজ সান/জামালগঞ্জ/সিডব্লিউ-২ (ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণে ব্যয় হবে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার টাকা।
এছাড়া একটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নয়নে ১০৮ কোটি ৯ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে একটি পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজটি করবে মেসার্স জামিল ইকবাল।
রাষ্ট্রায়ত্ত ৭টি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ হার পুনঃনির্ধারণ
বৈঠকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত ও পরিচালিত ৭টি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ হার পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এগুলো হচ্ছে- রূরাল পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মিত ‘গাজীপুর ১০৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’; ‘রাউজান ২৫.৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’ ও ২০ বছর মেয়াদে গাজীপুর কড্ডায় অবস্থিত ৫২.১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
বি-আর পাওয়ার জেন লিমিটেড কর্তৃক বাস্তবায়িত ‘শ্রীপুর ১৬০ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’; কড্ডা গাজীপুর ১৪৯.৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র’; ‘মিরসরাই ১৬৩ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল (এইচএফও/গ্যাস) বিদ্যুৎ কেন্দ্র’।
সপ্তম বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে- ‘সোনাগাজী ৫০ মেগাওয়াট (সংশোধিত ৭৫ মেগাওয়াট) সৌর বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর গঠিত স্ট্যান্ডিং কমিটি কর্তৃক সুপারিতকৃত পুনঃট্যারিফ হার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।