Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২০:০২

আটক দুইজনকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাট জেলার মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। দুইজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসির ইবনে মহসীন সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় এক লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ পিস বিদেশি বিয়ার ও ১০ বোতল মদসহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি ) সিরাজুল ইসলাম জানান, কোস্টগার্ডের সদস্যরা মদকসহ মো: ফারুক হোসেন (৩৪) ও মো. আলমগীর হোসেন (৪১)-কে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর