Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি ঘোষণা, আহ্বায়ক ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৬

ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক, অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ড. কে এম আই ইশকে সিনিয়র সহ-আহ্বায়ক করে ১০১ সদস্যের এই কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ঘোষিত কমিটির সদস্যদের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা এবং মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ে নীতি-নির্ধারণী ভূমিকা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর