Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২১:১২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে।

সোমবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।

বৈঠকের বিষয়ে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে ৫ দিনের সফরে গত ২০ নভেম্বর ঢাকায় আসেন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তিনি ঢাকা সফরে করেন।

বিজ্ঞাপন

ঢাকা সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বেশ কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর