Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূরাল পাগলার দরবারে হামলা, মামলা প্রত্যাহারে পরিবারের আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২১:২৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ০১:১০

নূরাল পাগলার দরবারে হামলার চিত্র। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীর নূরুল হক ওরফে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী ও নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ আমলি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদী ও আসামিদের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় শিরিন বেগম মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন এবং শুনানির জন্য ২২ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ৯৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন শিরিন বেগম। এ মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের আসামি করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত তদন্তের দায়িত্ব দেয় ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

বিজ্ঞাপন

মামলার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। অনেকেই গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়েন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর