নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সব মানুষের অধিকারের কথা ৩১ দফায় বলা হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান নারী অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছে। ৩১ দফা শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়। এটি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের জন্য।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।