Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা আবুল কাশেম (৫০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ডি ব্লক এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতি হয় তার ভাই কাশেমের। পরে রাত সাড়ে ৮টার দিকে ভাইয়ের বাসার সামনে চার নম্বর রোডে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভাই কাশেম ও তার ছেলে বাবুকে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার (পরিদর্শক) অপারেশন মফিজ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঢাকা উদ্যান এলাকায় পুর্বশত্রুতার জেরে বাবা ছেলেকে কুপিয়ে আহত করে কয়েকজন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে ছেলে মারা যায়। বাবা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত বাবুর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম