Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৪:২৩

র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘ট্রাফিক সেবা সপ্তাহ–২০২৫’। ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি’-এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বের করা হয় এক সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

শ্রমিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এ র‍্যালিতে। র‍্যালিটি সিংড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

২৯ নভেম্বর ইসির ‘মক ভোটিং’
২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৮

আরো

সম্পর্কিত খবর