Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পে স্কেল বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০৪

সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: সারাবাংলা

নীলফামারী: নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর রেলওয়ে কারখানা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়নসহ বিভিন্ন সরকারি দফতরে কর্মরত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

রেলওয়ের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ সরকারি কর্মচারীরা সমাবেশে বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে ১২টি গ্রেডে ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। এসব দাবি যথাসময়ে মানা না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেওয়া হবে, এমনকি কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর