চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই অভিযানে মোট ১৪০ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (২৪ নভেম্বর) জেলার ভোলাহাট ও সদর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর দুটি টহল দল।
প্রথম অভিযানে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের বিরেশ্বরপুর উত্তরটলা গ্রামে অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪৬)–কে তার বসতবাড়ি থেকে ৩৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই দিন বিকেলে সদর উপজেলার চর ইসলামপুর এলাকায় আরেকটি অভিযানে ফাঁকা জমি থেকে মো. আসাদুল হক (২১) ও মো. সোহেল রানা (৩৫)–কে ১০৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত তিনজনই জেলার নরেন্দ্রপুর ও আশপাশের এলাকার বাসিন্দা। র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।