ঢাকা: ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বাজেটে বিশেষ গুরুত্বারোপ করবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের করের টাকায় এমপি-মন্ত্রী আর আমলাদের বিলাসী জীবনযাপনের কারণেই জনগণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। এই মৌলিক অধিকার নিশ্চিত করতে যা যা করার তার সবটাই করা হবে। ‘সবার আগে দেশ; সবার ঊর্ধ্বে জনগণ’-এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাজেটের প্রতি ১০০ টাকায় স্বাস্থ্যখাতের জন্য বরাদ্ধ ৩ টাকা ৩২ পয়সা! যেটি বিশ্বের ৫১টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮ তম। বাংলাদেশের মোট জনসংখ্যার বিবেচনায় কমপক্ষে স্বাস্থ্যখাতের বাজেটের ১০ শতাংশ বরাদ্দ করা জরুরি। তাহলে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্রাপুর উত্তর থানা আমির রবিউল ইসলামের সভাপতিত্বে এবং থানা বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মিয়ার পরিচালনায় উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর উত্তর থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, নুর হোসেন রবিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।